খেলাধুলা
টানা তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়৷

ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
আজ (শুক্রবার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের আজকের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি জিতেই এই ফরমেটে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল টাইগাররা। একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে বাংলাদেশ। ।
আর এই ইতিহাসের পাতায় নতুন রেকর্ড যোগ হয় টানা দ্বিতীয় জয়ে। বাংলাদেশের সামনে ছিল প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরমেটে সিরিজ জয়ের হাতছানি। সেই ইতিহাসও গড়ে ফেলল বাংলাদেশ ক্রিকেট দল দুই ম্যাচ হাতে রেখেই।
মিরপুরে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় জয় পেয়েছে ঘরের মাঠের বাংলাদেশ।