ফ্রিল্যান্সিং

টিকটক রেফার করে ইনকাম , পাবেন ১০২৪০ টাকা বোনাস ।

টিকটক রেফার করে ইনকাম

টিকটক থেকে কিন্তু চাইলেই খুব সহজে টাকা ইনকাম করতে পারা যায় । জুলাই মাসের শেষের দিকে এখান থেকে অনেক টাকা ইনকাম করেছে অনেকেই । এখন আবার নতুন করে টিকটক রেফার এর এই ইভেন্ট চালু হয়েছে । চাইলেই খুব সহজে টিকটক রেফার করে ইনকাম করা যাবে অনেক অনেক টাকা।

বর্তমান সময়ে অনলাইনে টাকা আয় করার যেসব উপায় রয়েছে তাদের  মধ্যে টিকটক রেফার করে ইনকাম বা আয় হচ্ছে খুবই জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং।


কারো কাছ থেকে টিকটক রেফার নিতে হবে টিকটক রেফার থেকে ইনকাম করতে হলে ।

আমার টিকটক রেফার লিংকে https://vm.xzcs3zlph.com/ZGJUfU99A/ ক্লিক করে নতুন একাউন্ট করে রেফার কোড BD67416239 কনফার্ম করে আপনি পাবেন ১৬ টাকা বোনাস এবং প্রতিদিনি ৫ মিনিট ভিডিও দেখে ও শেয়ারের মাধ্যমেও ইনকাম করতে পারবেন।  এছাড়া আপনি অন্যদেরকে আপনার কোড রেফার করে প্রতি রেফারে পাবেন ২৪০ টাকা । যতগুলো রেফার করবেন ততগুলোর জন্যই প্রতি রেফারে পাবেন ২৪০ টাকা করে ।

টিকটক রেফার করে ইনকাম বা আয় করার ক্ষেত্রে কোড রেফার করার সময় প্রথম ৩ জনকে রেফার করলে প্রতি রেফারের জন্য ২৪০ টাকার সাথে বোনাস হিসেবে পাবেন ৬০০ টাকা । পরে আরও ৩ জনকে রেফার করলে পাবেন আরও ১০০০ টাকা বোনাস এবং এরপর আরও ১৪ জনকে রেফার করতে পারলে পাবেন আরও ৮৫০০ টাকা বোনাস ।

উল্লেখ্য যে, এক্ষেত্রে কিন্তু প্রতি রেফারে জন্য আলাদা আলাদা করে ২৪০ টাকা বোনাস কিন্তু পেতেই থাকবেন প্রতি ক্ষেত্রে ।

এভাবে একবারে একদিনেই ১০২৪০ টাকা পাওয়া যাবে উক্ত প্রক্রিয়ার মাধ্যমে ।

টাকা পাওয়া যাবে মোবাইল রিচার্জ , বিকাশ ও ব্যাংক একাউন্টের মাধ্যমে । 

আপনি সর্বনিম্ন ১০ টাকা হলেই মোবাইল রিচার্জ, সর্বনিম্ন ২০ টাকা হলে ব্যাংক এবং সর্বনিম্ন ৫০ টাকা হলে বিকাশের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন ।

এখন চলুন টিকটক থেকে টাকা ইনকাম এর বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করি । শুধু একটু ধৈর‌্য ধরে পুরো লিখাটি পড়ুন ।

এখানে আপনি জানতে পারবেনঃ

  • কিভাবে টিকটক একাউন্ট খুলতে হয় ?
  • কিভাবে কোড রেফার করতে হয় ?
  • কিভাবে ইনভাইট করতে হয় ?
  • কিভাবে ইনকাম করতে হয় ?

যদি আগে থেকেই আপনার ফোনে TikTok App Install করা থাকে বা আপনার মোবাইল থেকে টিকটকের কোন একাউন্ট খুলা হয়ে থাকে সেক্ষেত্রে রেফারের জন্য যে প্রথম বোনাসটা দেয় সেটা আপনি পাবেন না । কিন্তু আপনার রেফার কোডটি অন্যজনকে রেফার করে আপনি ইনকাম করতে পারবেন ।

আমার রেফার কোর্ডঃ BD67416239

প্রথমে আমার টিকটক রেফার বা ইনভাইট লিংকে https://vm.xzcs3zlph.com/ZGJUfU99A/ ক্লিক করুন।

  •  লিংকে ক্লিক করার পর নিচের ছবিটির মতো একটি পেইজ আসবে । আপনি Download and join TikTok এর নিচে যে Invite Code ( BD67416239 ) দেখা যায় সেটি Copy করে নিন এবং এরপর Download and join TikTok-এ ক্লিক করুন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  • এই লিংক আপনাকে সরাসরি Play Store-এ নিয়ে যাবে । আপনি সেখানে ‍গিয়ে TikTok App টি Install করে নিন এবং Install সম্পন্ন হলে সেখানে লিখা Open অপশনে ক্লিক করুন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এ পর্যায়ে Agree and continue লিখা একটি অপশন আসবে আপনি Agree and continue অপশনে ক্লিক করে নিন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এ পর্যায়ে ভিডিও এর কতগুলো ক্যাটাগরি আসবে। যে সকল ভিডিও দেখতে আপনি পছন্দ করেন সে সকল ক্যাটাগরি সিলেক্ট করে নিন । আপনি চাইলে স্কিপ বা Next অপশনে ক্লিক করতে পারেন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এ পর্যায়ে Start watching অপশনে ক্লিক করুন ভিডিও দেখার জন্য ।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  Start watching অপশনে ক্লিক করার পর টিকটকের ভিডিওগুলো চলতে শুরু করবে । আপনি আপনার একাউন্ট খোলার জন্য নিচের দিকে Description: 👤 Me অপশনে ক্লিক করে নিন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  • Sign up অপশন আসবে এ পর্যায়ে আপনি Sign up অপশনে ক্লিক করুন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  মোবাইল নাম্বার বা ই-মেইল বা ফেসবুক বা গুগল একাউন্ট ব্যবহার করতে পারেন একাউন্ট খুলতে । আপনারা আপনাদের পছন্দমত যেকোন একটি সিলেক্ট করুন । চাইলে ফেইসবুক সিলেক্ট করে নিতে পারেন তাতে আপনাদের জন্য একাউন্ট অনেক খোলা সহজ হয়ে যাবে।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এ পর্যায়ে আপনি আপনার জন্ম তারিখ, মাস এবং বছর নির্বাচন করুন । বয়স অবশ্যই কমপক্ষে ১৮ বছর হতে হবে অন্যথায় একাউন্ট খোলা যাবে না । তারপর উপর থেকে Next অপশনে ক্লিক করুন ।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এ পর্যায়ে একটি মোবাইল নম্বর প্রদান করুন। (17123…….) এবং নিচ থেকে Send code অপশনে ক্লিক করুন। এটি ছাড়াই একাউন্ট হয়ে যাবে যদি একাউন্ট খোলার সময় ফেইসবুক সিলেক্ট করেন । তাই আপনি আপনার সুবিধার্তে ফেইসবুক দিয়ে একাউন্ট খুলুন । তাহলে এত ঝামেলা হবে না ।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •   মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খুললে উক্ত নাম্বারে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন যাবে। কোডটি পাওয়ার পর  কোডটি বসিয়ে নিন।
  •  এ পর্যায়ে একটি পাসওয়ার্ড তৈরি করুন আপনার টিকটক একাউন্টের জন্য । পাসওয়ার্ডটি অবশ্যই ৮ ডিজিটের হতে হবে ।  পাসওয়ার্ডটি সংখ্যা ও চিহ্ন মিশ্রিত হতে হবে। যেমন ধরুনঃ #@Abcd4545  । পাসওয়ার্ড বসানোর পর Next অপশনে ক্লিক করুন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এখন একটি ইউজারনেম তৈরি করুন আপনার একাউন্টের জন্য। নিজের নামে ইউজারনেম তৈরি করা না গেলে নামরে সাথে কিছু সংখ্যা যুক্ত করে নিন এবং এরপর Sign up অপশনে ক্লিক করুন ।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এ পর্যায়ে হোম পেইজ থেকে আপনি আপনার Description: 👤Profile  অপশনে ক্লিক করুন । উপরে যে হলুদ কয়েনটি দেখা যায় সেই কয়েন অপশনে ক্লিক করুন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •   Continue অপশন আসবে আপনি Continue অপশনে ক্লিক করুন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এ পর্যায়ে আপনি বোনাস পাবেন ৬,০০০ পয়েন্টস । যার ১,০০০ পয়েন্টস সমান ১ টাকা।  Check balance এর উপর ক্লিক করুন পয়েন্টসগুলো কালেক্ট করার জন্য।ৎ
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এ পর্যায়ে Get up to টাকা 240 by inviting friends to TikTok লিখা একটি পেইজ আসবে । আপনি Invite অথবা X অপশনে ক্লিক করুন ।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •   এ পর্যায়ে আরও ১০,০০০ পয়েন্টস বোনাস পাবেন । সেক্ষেত্রে আপনাকে Invite code এ  BD67416239 কোড-টি বসিয়ে ডানপাশে থাকা Confirm অপশনে ক্লিক করতে হবে। এই কোড BD67416239 না বসালে আপনি কাউকে রেফার করলেও টাকা পাবেন না।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এরপর পর নিচের যে টাস্কগুলো আছে সেগুলো সম্পন্ন করুন। এতে আপনি আরও অনেক পয়েন্টস বোনাস পাবেন ।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •   যেসব ধাপ অবলম্বন করে আমি আপনাকে রেফার করলাম আপনি ঠিক সেভাবেই রেফার করুন । আর  প্রতি রেফারে পাবেন ২৪০ টাকা করে সাথে থাকছে শর্ত পূরণের বোনাস সমূহ ।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  টিকটক রেফার করে ইনকাম হওয়া টাকা পেমেন্ট নেবার জন্য Withdraw অপশনে ক্লিক করুন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম
  •  এ পর্যায়ে Withdraw বা Top up অপশনে ক্লিক করুন । ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে চাইলে Withdraw সিলেক্ট করে ব্যাংক সিলেক্ট করুন এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করুন।
টিকটক রেফার করে ইনকাম
টিকটক রেফার করে ইনকাম

মোবাইল রিচার্জ এবং বিকাশের ক্ষেত্রে আপনি ২-৩ মিনিটের মধ্যেই পেমেন্ট পেয়ে যাবেন এবং ব্যাংকের ক্ষেত্রে ১-৩ কার্যদিবস সময় লাগতে পারে।

বিষয়টি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করুন । সর্বোচ্চ চেষ্টা করবো সহযোগিতা করার।


ধন্যবাদ ।

মোবাইল দিয়ে টাকা ইনকাম করার কৌশল।

সহজ উপায়ে অনলাইন থেকে টাকা আয় করুন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
%d