কোভিড-১৯ টিকা নিতে পারবে ১৮ বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রী। কিভাবে ভ্যাকসিনের আবেদন করবেন ?

২৫ বছর বা তার বেশি বয়সী সকেলেই টিকার নিবন্ধন করতে পারত কিন্তু আজ থেকে ১৮ বা তার বেশি বয়সীরাও টিকার নিবন্ধন করতে পারবে। টিকা নিতে পারবে ১৮ বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রী । শিক্ষার্থীরা সুরক্ষা ওয়েবসাইট থেকে কোভিড -১৯ এর নিবন্ধন করতে পারবে।
গত বছরের মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সুরক্ষা আ্যাপ এর মাধ্যমে ১৮ বা তার বেশি যাদের বয়স তারা নিবন্ধন করে টিকা নিতে হবে। টিকা নিতে পারবে ১৮ বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রী
১৮ বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীরা যেভাবে টিকার আবেদন করবে।
সুরক্ষা এপ্সে ঢুকার পর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এর জায়গায় ক্লিক করুন৷

তারপর, নিচের ছবিটির মতো একটি পেইজ আসবে। এখানে আপনাকে ধরন নির্বাচন করতে হবে। এরপর আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে হবে। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ দিতে হবে৷ তারপর যাচাই করুন তে ক্লিক করতে হবে।

ধরন নির্বাচন করার ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন ১৮ বছর বা তদূর্ধ্ব।

তারপর নিচের ছবির মতো একটি পেইজ দেখাবে। যেখানে নিবন্ধনকারীর তথ্য তথা আপনার তথ্য দেখাবে। সেই সাথে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আসবে। আপনি আপনার মোবাইল নাম্বারটি প্রদান করে নিচের সবুজ লিখা পরবর্তী অপশনে ক্লিক করুন।

পরবর্তী অপশনে ক্লিক করার পর নিচের ছবির মতো একটি পেইজ আসবে। যেখানে আপনার বর্তমান ঠিকানা চাইবে। এক্ষেত্রে আপনি যেখান থেকে টিকা নিতে চান সেখানের ঠিকানা দিবেন৷ পর্যায়ক্রমে বিভাগ, জেলা, উপজেলা/সিটি কর্পোরেশন, ইউনিয়ন/পৌরসভা/থানা ও সর্বশেষ আপনার ওয়ার্ড নাম্বার সিলেক্ট করুন। আপনি যদি সিটি কর্পোরেশন এর আন্ডারে হয় থাকেন তাহলে ওয়ার্ড এর অপশন আসবে না। এ তথ্যগুলো সিলেক্ট করার পর নিচের সবুজ লিখা পরবর্তী অপশনে ক্লিক করুন।

পরবর্তী আপশনে ক্লিক করার পর টিকা কেন্দ্রের অপশর আসবে। আপনি যেই কেন্দ্র থেকে টিকা নিতে চান সেই কেন্দ্র সিলেক্ট করুন৷ এরপর নিচের ছবির মতো আরকটি পেইজ আসবে। যেখানে ৬ ডিজিটের একটি OTP কোড চাইবে। যেটি আপনার ফোন নাম্বারে পাঠানো হয়েছে। চ্যাক করে দেখুন। সেই কোডটি আপনি ওটিপি প্রদান অপশনে বসিয়ে। সুবুজ লিখা যাচাই করুন তে ক্লিক করুন। বলে রাখা ভালো যে, ওটিপি কোডে মেয়াদ ৪মিনিট। এর ভিতর দিতে হবে অন্যথায় নতুন করে ওটিপি পাঠাতে হবে।

এরপর নিচের ছবির মতো একটি পেইজ আসবে। যেখান লিখা থাকবে অভিনন্দন ৷ আর অভিনন্দন লিখা থাকলে বুঝতে হবে আপনার আবেদন কমপ্লিট হয়েছে। এখন আপনার টিকা কার্ড ডাউনলোড করার পালা। সেক্ষত্রে আপনি টিকা কার্ড সংগ্রহ অপশনে ক্লিক করুন।

এখন নিচের ছবির মতো একটি পেইজ আসবে। যখানে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করুন।

তারপর নিচের মতো একটি পেইজ আসবে। আর আপনি সেই পেইজে সংগ্রহ করুন অপশনে ক্লিক করুন। তারপর অটোমেটিক টিকা কার্ড এর পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে।

উক্তা টিকা কার্ড প্রিন্ট করে নিজের সাথে রাখুন আর টিকা গ্রহনের তারিখ পেতে মেসেজের আশায় থাকুন। মেসেজ আসলে টিকা কার্ডটি সাথে নিয়ে যাবেন টিকা দিতে।