টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের বক্তব্য

আজ স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন আগামী বছরের ফেব্রুয়ারী মাসের মধ্যেই দেশের ভিতরে ৭-৮ কোটি টিকা দেওয়া হবে।
তিনি আরো জানান চীনের সিনোফার্ম ও সিনভ্যাকের কাছ থেকে মোট সাড়ে ১০ কোটি ডোজ কেনা হচ্ছে। এখানে সিনোভ্যাকের কাছ থেকে ৩ কোটি আর সিনোফার্মের কাছ থেকে সাড়ে ৭ কোটি টিকা আনা হবে। এই ডোজ ভর্তুকি রেটে কম দামেই কেনা হবে বলে জানিয়েছেন চিনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ শেষে।
পাশাপাশি কোভ্যাক্সের আরো অনেক ডোজ বিনামূল্যে পাওয়া যাবে। তার পরিমাণ প্রায় ৬ কোটি ৮০ লাখ।
তিনি সাংবাদিকদের বলেছেন টিকা আনার যে প্রতিশ্রুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিচ্ছে ও সরকার যেভাবে অর্ডার দিচ্ছে টিকার ঘাটতি আর থাকবে না। টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের বক্তব্য।
বেশি পরিমাণ টিকা হাতে নেই বলে গণটিকা কার্যক্রম চালানো হচ্ছে না। হাতে টিকা আসলেই কার্যক্রম চালানো হবে। আর দ্বিতীয় ডোজ কি ১৫/২০ দিন পরা দেওয়া যায় কিনা তা নিয়েও তারা চিন্তাভাবনা করছেন। কারন বিভিন্ন দেশে ১৫ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দিচ্ছে। টিকা পেলে শ্রমিকদের টিকা দেওয়া হবে।