
বাজারে যখন পণ্যের দাম বেড়েই চলেছে এই অবস্থায় সাধারন মানুষ অপেক্ষায় থাকে টিসিবির পণ্য কেনার জন্য।
কিন্তু টিসিবির পণ্য কিনতে গিয়ে লাগে হুড়োহুড়ি। কার আগে কে পণ্য নিয়ে বাসায় যাবে।
কেউ কেউ দীর্ঘ লাইনে অনেক সময় দাঁড়িয়ে থেকেও পণ্য নিতে পারেন না। এমনকি কেউ কেউ সকাল থেকে টিসিবির গাড়ির অপেক্ষায় থাকেন।
সবার উদ্দেশ্য একটাই কম দামে পণ্য নিয়ে বাসায় ফেরা। কোনো কোনো ক্ষেত্রে টিসিবির গাড়িও সময় মতো আসে না। তাই সকলে পণ্য পাচ্ছে না। ফলে খালি হাতেই ফিরতে হয় বাসায়।
ভুক্তভোগীরা অভিযোগ জানাচ্ছেন, স্থানীয় প্রতিনিধিদের সহায়তা না থাকার কারণে পণ্য নিয়ে এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। কেউ আবার লাইনে দাঁড়িয়ে থাকলেও পণ্য শেষ হয়ে জাওয়ার কারণে আর পণ্য পায় না।
ঢাকার মগবাজার ও খিলগাঁও এলাকায় এমন চিত্র প্রতিদিনেই দেখা যায়। কার আগে কে পণ্য নিবে তা নিয়ে ঝামেলা লেগেই আছে। স্বল্প মূল্যে তেল, চিনি, ডাল আর পেঁয়াজ বিক্রি হচ্ছে।