খেলাধুলা
টেনিস মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্ত জানালেন সানিয়া মির্জা

ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা বুধবার ১৯ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস থেকে বিদায়কালে জানান তিনি এই এই বছরের শেষেই সম্ভবত তিনি টেনিস মাঠ থেকে বিদায় নিবেন। অস্ট্রেলিয়ায় প্রথম রাউন্ডে হেরেই তিনি মূলত এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, তিনি চেষ্টা করবেন যাতে এই বছরের শেষ পর্যন্ত খেলা যায় কিন্তু কতটা পারবেন তা ঠিক তিনি জানেন না। আরো বলেন, অবসর নিতে হবে বলেই তিনি অবসর নিচ্ছেন বিষয়টা এমন নয় অবসরের পিছনে রয়েছে একাধিক কারণ।
তিনি টেনিস খেলে বহুবার পদক জিতেছেন। তিনি মোট ৬ টি গ্রান্ড স্লাম জিতেছেন।