ট্রুডো জানালেন ভ্যাকসিন বিরোধী আন্দোলন বন্ধ করতে হবে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনায় আক্রান্ত হয়েছিলেন কিন্তু তিনি এখন করোনামুক্ত হয়েছেন।
সোমবার ৭ জানুয়ারি পার্লামেন্টে তিনি ঘোষণা দেন দেশটিতে চলমান টিকা বিরোধী আন্দোলন বন্ধ না হলে কঠোর ব্যাবস্থা নেওয়া হতে পারে।
এই নিয়ে কানাডায় দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে। যাতে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করছে।
২৯ জানুয়ারি শুরু হয়েছিল ট্রাক চালকদের দিয়ে কিন্তু এখন শুধু ট্রাক চালকদের মধ্যে সীমাবদ্ধ থাকে নি। জনগনের মতামত, দুই বছর ধরে তারা ভিত্তিহীন বিধিমালা মেনে চলছে।
এখন বন্ধ করে দেওয়া হয়েছে “গো ফাউন্ড মি” নামের ওয়েবসাইটটি। জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য প্রশাসন বিধিমালা লঙ্ঘনকারীদের জন্য গ্রেফতারি পরওয়ানা ও জরিমানা জারি করা হয়েছে।
বিক্ষোভকারীদের অন্তত ৫০০ জনকে জরিমানা ও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
জাস্টিন ট্রুডো বলেন দুই বছরের করোনায় সবাই বিরক্ত হলেও সর্বদা মুখে মাস্ক নিয়ে পরিবারের কোভিডের বিরুদ্ধে লড়াই করছে ফ্রন্টলাইনার্সরা।
সবাই এখানে সমাবেশে যোগ দিচ্ছে জন্মদিন পালন করছে কিন্তু কোনো নিয়ম মানা হচ্ছে না।
বিধিমালার অন্যথা হলে নেওয়া হবে কঠোর ব্যাবস্থা। দেশটির প্রায় ৮৩ শতাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছে।