ডিভোর্স চেয়ে আদালতে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সবসময় কোনো না কোনো সংবাদের শিরোনামে থাকেনেই। বিয়ে, বিচ্ছেদ, আর তার নতুন সম্পর্ক হয় সবসময়ের শিরোনাম। এবার তার তৃতীয় স্বামীর সাথে তার সংসার ভাঙার পথে।
এই সম্পর্ক থেকে মুক্তি পেতে তিনি আদালতে মামলা করেছেন ও তার সাথে ভরণপোষণের জন্য টাকাও চেয়েছেন, জানান তার স্বামী রোশানের আইনজীবী। প্রায় এক বছর ধরে তারা দুইজন পৃথক রয়েছেন।
এর আগে এই বছরের জুন মাসে রোশান শ্রাবন্তীর সাথে থাকতে চেয়ে আদালতে মামলা করেছিলেন। এই মামলায় বেশকটি শুনানি হয়েছে। নায়িকা নিজে না আসলেও তার আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন।
গত ১৬ সেপ্টেম্বর শ্রাবন্তী তার স্বামীর আইনজীবীর কাছে জবাব পৌঁছে দেন। আর তাতে লেখা আছে শ্রাবন্তী রোশানের কাছ থেকে মুক্তি চায়। এর সাথে তার স্বামীর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ করেন শ্রাবন্তী। এই মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
জানা গেছে ঢালিউডের এই নায়িকা এখন কোনো এক ব্যাবসায়ীর সাথে প্রেম করছেন। এই অবস্থায় তার স্বামী আবারও তার সাথে সংসার করতে চান।
এখন রোশান শ্রাবন্তীর অভাব বুঝিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ইঙ্গিত দিয়ে ছব পোস্ট কিরছেন। তিনি তার ইনস্ট্রাগ্রামে স্টোরিতে যুগলের মাঝে এক ছেলের দাঁড়িয়ে থাকা ছবি দিয়ে লিখেন “মাই কন্ডিশন”। আবার তিনি সুশান্ত সিং রাজপুতের এক ছবির সাথে নিজের ছবি দিয়ে বুঝাতে চেয়েছেন তিনিও সুশান্তের মত নিঃসঙ্গ তাই তিনি নিজেকে শেষ করে দিতে চান।