ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে করণীয়

বর্তমানে করোনা পরিস্থিতি মানুষের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। তার মধ্যে আরেক সমস্যা হলো ডেঙ্গু জ্বর। সাধারণত বর্ষার শেষে এডিস মশার উপদ্রব বেড়ে যায়। আর যেখানে সেখানে জমে থাকা পানিতে মশা ডিম পেড়ে বংশবিস্তার ঘটায়। এজন্য পরামর্শ হবে পাত্রে পানি জমতে না দেওয়া। হালকা জ্বর হলে আমরা একে বেশি গুরুত্ব দেই না। কিন্তু বিশেষজ্ঞদের মতে হালকা জ্বরকেও গুরুত্বের সাথে বিবেচনা কিরা উচিত।
ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে-
• আতঙ্কিত হওয়া যাবে না। বিশ্রাম নিতে হবে।
• জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খেতে হবে।
• পানীয় বিশেষ করে ডাবের পানি, ফলের রস, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ইত্যাদি পান করতে হবে।
• ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যাথানাশক বা অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। জ্বর সেরে যাওয়ার পরেও সতর্ক থাকতে হবে। জ্বর সারার পরে জটিলতা দেখা দিতে পারে তাই সাথে সাথে কাজে যোগ দেওয়া যাবে না।
• বেশি বমি, পেটব্যথা, হাত-পা শীতল হয়ে যাওয়া, দুর্বল লাগা এমন লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যান।
তাই ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের সকলকে সচেতন হতে হবে।