“ডোন্ট লাভ মি বিচ” লেখার কারণ জানালেন পরিমনি

আজ বুধবারে বাংলাদেশের সমালোচিত অভিনেত্রী পরিমনি জেল থেকে মুক্তি পেলেন। জেল থেকে তিনি নায়িকার মতই হুড তুলা গাড়িতে চেপে কাশিমপুর থেকে ঢাকা ফিরলেন। তখন পথে তিনি তার ভক্তদের সাথে হাত মিলিয়ে হাত ও নেড়ে সকলকে শুভেচ্ছা জানান।
তিনি তার ডান হাতের তালুর মধ্যে মেহেদি দিয়ে লিখেছে ” ডোন্ট লাভ মি বিচ”। যার বাংলা অর্থ দাঁড়ায় “গোল্লায় যাও”। কিন্তু তিনি এই কথাটি আসলে কাদেরকে বললেন প্রশ্নের উত্তরে তিনি বলেন- যারা বিচ আমি তাদেরকেই বিচ বলেছি।
তিনি আরো বলেন, যে এই লেখটা পড়ে মনে মনে বলবে আল্লাহ, আমাকে বলল! আমি তাকেই বলেছি। কিন্তি কাকে বলেছি নাম ধরে বলা তো সম্ভব না। আমাকে আটক করে কারাগারে নেওয়ার পর তাদের জীবন সফল হয়েছে।
তিনি আরো বলেন তিনি ফিরে আসাতে কেউ কেউ নাচানাচি, লাভ ইউ, মিস ইউ বলতে শুরু করেছে। তিনি এমন ভালোবাসা চান না। যারা তাকে সত্যিকারে ভালোবাসে তিনিও তাদের ভালোবাসেন