তুরস্কের ইস্তাম্বুলে গিয়ে বিপদে পড়লেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া সিনেমা, বিজ্ঞাপন, ওয়েব ফিল্মের অভিনয় করে হাঁপিয়ে উঠেছেন।
তাই ১০ মার্চ ছুটি কাটানোর জন্য তিনি ছুটে যান তুরস্কের ইস্তাম্বুলে। কিন্তু ছুটি কাটাতে গিয়ে তিনি আছে মহাবিপদে। বাইরে তুষার পড়ছে।
রাজধানীর সব রাস্তাঘাট বন্ধ। ফলে বাইরে বের হতে পারছেন না তিনি। তিনি বলেন, এটি তার প্রথম তুরস্ক সফর।
তিনি ভেবেছিলেন ব্যাস্ততা পেছনে ফেলে সুন্দরভাবে ছুটি কাটাবেন সেখানে কিন্তু তা আর হয়ে উঠছে না। তিনি আরো বলেন সেখানে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস।
তাই হোটেল থেকে বাইরেই বের হওয়া যাচ্ছে না। তবে শীতের পোশাক পড়ে একটু একটু বের হচ্ছেন তিনি। তিনি সেখানে তার পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে আছেন। ভেবেছিলেন শপিং করে হইচই করে কাটাবেন।
কিন্তু বর্তমান অবস্থার জন্য তাকে আরো কিছুদিন সেখানে থাকতে হবে। তিনি আরো বলেন, প্রথমে তিনি ১০-১২ দিন থাকবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু এখন তিনি ভাবছেন ২০ দিন থাকবেন। কারণ আরেকবার কবে আসা হয় তার ঠিক নেই।