বিনোদন
তৃতীয়বারের মতো মা হতে চলেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বৃহস্পতিবার ১৩ জানুয়ারি তার নিজের ফেইসবুক পেইজে একটা স্ট্যাটাসে নিজেই জানান তিনি মা হতে চলেছেন। এমনকি তিনি ও তার স্বামী মহসিন মেহেদী তাদের অনাগত সন্তানের নামও ঠিক করে ফেলেছেন।
তিনি তার এনগেজমেন্ট থেকে শুরু করে তার সন্তান ধারণ পর্যন্ত এই সময়টা নিয়ে বেশ কয়েকটি ছবি এক করে একটা ভিডিও তৈরি করেছেন। আর এই ভিডিওটি তিনি ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন।
এই নিয়ে তিনি তার তৃতীয় সন্তান জন্ম দিবেন। তার আরো দুই মেয়ের নাম রোদেলা ও নায়লা। আর অনাগত তৃতীয় সন্তানের নাম ঠিক করেছেন মেহনাজ।
২০২১ সালে তিনি মহসিন মেহেদী নামের গীতিকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।