দিঘি এবার মুখ খুললেন তৌহিদ আফ্রিদির সাথে প্রেম নিয়ে

শিশুশিল্পী দীঘি তার মিষ্টি কথা আর হাসি দিয়ে মন জয় করে নিয়েছিল সব দর্শকের। সেটা অনেক আগের কথা। এখন দিঘি শিশুশিল্পী থেকে পূর্নাঙ্গ অভিনেত্রীর স্থান দখল করে নিয়েছে। তার কিছু সিনেমাও মুক্তি পেয়েছে।
এখন তাকে নিয়ে নতুন গুঞ্জন সৃষ্টি হচ্ছে তা হলো তিনি ইউটিউবার তৌহিদ আফ্রিদির সাথে প্রেম করছেন। অনেকেই এ নিয়ে প্রশ্ন করতে গিয়ে বলছেন তারা বিয়ে কবে করবেন।
এতদিন তিনি এ নিয়ে কনো কথা না বললেও এবার তিনি বলেছেন। তিনি বলেন, দুই বছর ধরে আফ্রিদি তার ভালো বন্ধু। অনেকেই বলছে তিনি প্রেম করেন তার সাথে কিন্তু এসব কথায় কান না দিতে বলেন তিনি। তিনি বলেন প্রেম করলে অবশ্যই সবাইকে জানাবো। এখন আপাতত প্রেম, বিয়ে নিয়ে না ভেবে ক্যারিয়ার নিয়ে ভাবছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা প্রেম নিয়ে কবিতাটি তার না এটি সংগৃহীত ভালো লেগেছে তাই শেয়ার করেছেন বলেছে এই অভিনেত্রী।
এর আগেই তৌহিদ আফ্রিদি বলেন দিঘি তার ভালো বন্ধু এছাড়া আর কিছুই নেই তাদের মধ্যে। তবে দিঘির সাথে সিনেমা করার সম্ভাবনা আছে তার।
তৌহিদ আফ্রিদি দুই বাংলার একজন জনপ্রিয় ইউটিউবার ও তার অনেক ফ্যান ফলোয়ার আছে।