দীপিকা পাড়ুকোনকে “কুইন” বলে বিশ্লেষণ করলেন রণবীর সিং

বলিউডের অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন সবার প্রিয় দম্পতি। তাদের ভালোবাসা,খুনসুটি, আর রসিকতায় তাদের ভক্তদের কাছে প্রিয় করে তুলেছে।
দুইজনের একসাথে কোনো ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার ভাইরাল হল রণবীর সিং এর ইন্সট্রাগ্রামের ছবি।
শনিবারে রাতে ইনস্ট্রাগ্রামে ২৫ টি প্রশ্ন উত্তরের আয়োজন করে সেখানে একটা অংশ রাখেন ‘আমাকে কিছু জিজ্ঞাসা করো’। সেখানে তার স্ত্রী দীপিকাও ছিল। পরে এক ভক্ত তাকে বলেন তিনি যেন তার স্ত্রীর সম্পর্কে “একটি ” শব্দ ব্যাবহার করে বর্ণনা করেন। তখন তিনি তার স্ত্রীকে বর্ণনা করতে গিয়ে বলেন ‘কুইন’ অর্থাৎ রানী।
এই দুই দম্পতি সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি নিজেদের অনুভূতি প্রকাশ করে। কিছুদিন আগেই রণবীরের ঘুমিয়ে থাকা ছবি তার চোখের উপর তার হুডি দিয়ে প্রকাশ করেছিলেন। ক্যাপশনে লিখেছেন “আমার সকালের দৃশ্য “। ক্রেডিটের জন্য দীপিকা বলেন “সত্যিই তোমার”।