
ভারতের দুর্গাপূজার জন্য ৫২ টি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে প্রায় ২০৪০ মেট্রিক টন। ইলিশ রপ্তানি করার অনুমতি দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়। ২০ সেপ্টেম্বর রপ্তানি -২ শাখায় এই অনুমতির কথা জানিয়ে এই মর্মে আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে চিঠিটি পাঠানো হয়।
ইলিশ রপ্তানিতে কিছু শর্ত দেওয়া হয়েছে।
১.রপ্তানি নীতি ২০১৮-২০২১ মেনে চলতে হবে।
২.যে পরিমান ইলিশের অনুমোদন দেওয়া হয়েছে তার চেয়ে বেশি রপ্তানি করা যাবে না।
৩.প্রতিটি কনসাইনমেন্ট শেষে রপ্তানির সাথে জড়িত কাগজ অবশ্যই রপ্তানি-২ এর শাখায় পাঠাতে হবে।
৪.যে পরিমান পন্য রপ্তানি করা হবে তার কায়িক পরিক্ষা করাতে হবে শুল্ক কর্তৃপক্ষ দিয়ে।
এর বাইরে আরও শর্ত হিসেবে বলা হয়েছে, ইলিশ পাঠানোর অনুমতির সময়সীমা থাকবে ১০ অক্টোবর পর্যন্ত তবে এর মধ্যে যদি সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে বিধিনিষেধ থাকলে তা কার্যকর হওয়া মাত্র মেয়াদ শেষ হবে এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া সাব কন্ট্রাক্টে পন্য রপ্তানি করা নিষেধ।