স্বাস্থ্যকরোনাভাইরাস
দেশে গণহারে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে আগামী ২৮ মার্চ থেকে

করোনা সংক্রমণ কমানোর জন্য দেশে গণহারে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারী।
এবার ২৮ মার্চ থেকে দেশে গণহারে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মতে এই একদিনে তাদের ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
মঙ্গলবার ৮ মার্চ কোভিড -১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সচিব এক চিঠিতে সই করে এমন খবর নিশ্চিত করেছেন।
চিঠিতে তিনি বলেন, যারা ২৬ ফেব্রুয়ারী টিকা নিয়েছিলেন তাদের এক মাস পূরন হলেই তারা দ্বিতীয় টিকা নিতে পারবেন। আগের মতই আবার এখন দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, প্রথম ডোজের কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে। চিঠিতে বলা হয়েছে একদিনে যেহেতু এক কোটি টিকা দেওয়া হবে তাই কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।
কারণ টিকা নেওয়ায় মানুষের আগ্রহ অনেক বেড়েছে।