
ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ান কি টি-টোয়েন্টির জন্য নির্বাচন করা দলে থাকবেন কি না এর সিদ্ধান্তের আগেই একটা ধাক্কা খেলেন বাস্তব জীবনে। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায় তার স্ত্রী আয়েশা মুখার্জি তার সাথে বিচ্ছেদ ঘটাচ্ছেন। তাদের সংসার জীবন ১০ বছরের।
তার স্ত্রী আয়েশার আগে আরেকটা বিয়ে হয়েছিল ও দুইটি মেয়ে ছিল। পরে ২০১২ সালে তার সাথে বিয়ে হলে তাদের একটি ছেলেসন্তান হয়। আগের দুইটি মেয়েকেও ধাওয়ান তার নিজের মেয়েই মনে করেন।
বিচ্ছেদের কথা বলতে গিয়ে আয়েশা ইন্সট্রাগ্রামে লেখেন তার কাছে বিচ্ছেদ শব্দটা খারাপ মনে হতো কিন্তু দ্বিতীয়বার বিচ্ছেদ করে তা আর মনে হচ্ছে না।
তবে ধাওয়ান এখানে বিবাহবিচ্ছেদ সম্পর্কে কিছু বলেন নি। তিনি এখন অবস্থান করছেন আরব আমিরাতে টি-টোয়েন্টির জন্য।