খেলাধুলা
ধারাভাষ্যকারক্ষে থাকছেন না আতাহার আলী খান

ধারাভাষ্যকার আতাহার আলী খান করোনায় আক্রান্ত হয়েছেন। তাই তিনি বাংলাদেশ -দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচে আর ধারাভাষ্যকার হয়ে থাকছেন না।
তার করোনা পজিটিভ হলেও তিনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন। ওয়ানডে সিরিজ শেষ হলে তিনি কেপটাউনে বেড়াতে গিয়েছিলেন। পরে সেখান থেকে ডারবানে আসার সময় করোনা টেস্ট করান ও করোনা পজিটিভ ধরা পড়ে।
আবার তিনি ফিরে যান কেপটাউনের হোটেলে। ২ ও ৩ এপ্রিল করোনা পরীক্ষা করে ফল নেগেটিভ আসলে আবার তিনি কাজে যোগ দিবেন।