বিনোদন
নতুন সংসারের জন্য শুভকামনা জানালেন মাহির প্রথম স্বামী

ব্যাবসায়ী মাহমুদ পারভেজ অপুর সাথে বিচ্ছেদের ৪ মাস পরে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার বিয়ে করলেন গাজীপুরের গাড়ি ব্যাবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে।
তার প্রথম স্বামী অপু বলেন তিনি মাহির বিয়ের গুঞ্জন অনেকদিন ধরে শুনছিলেন কিন্তু ছবি ও ফেসবুকে পোস্ট দেখে নিশ্চিত হলেন। তিনি বলেন মাহি আবার নতুন করে সংসার পাতছেন শুনে তিনি খুশি আর তাদের জন্য তার শুভকামনা জানালেন তারা যেন ভালো থাকে।
তিনি বলেন তিনি মাহির বন্ধু হিসেবে রাকিবকে আগে থেকেই জানতেন। কিছু সময় রাকিব তার ও মাহির সাথে ঘুরতেও গেছেন।