বিনোদন
নতুন সিনেমার জন্য অনেক ঝুঁকি নিচ্ছেন পূজা চেরি

বর্তমানের নতুন নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নায়িকা এখন পূজা চেরি।
তিনি এবার নতুন করে অভিনয় করতে যাচ্ছেন মাসুদ রানা ছবিতে যেখানে তাকে দেখা যাবে জিমন্যাস্টের ভূমিকায়। তার চরিত্রের নাম সোহানা।
সে নিজের এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য করে যাচ্ছে শারিরীক পরিশ্রম। তিনি গণমাধ্যমকে জানান, জিমন্যাস্টিকস অনেক কষ্টের খেলা।
খুব সাবধানে খেলতে হয়। একটু ভুল হলেই হাত পায়ের রগ ছিঁড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। শরীর ফ্লেক্সিবল না হলে দূর্ঘটনা ঘটতে পারে।
তবে সবচেয়ে বড় কথা অনুশীলন করতে হয় সারা বছর। পূজা সাভারের বিকেএসপিতে জিমন্যাস্টিকে প্রশিক্ষন গ্রহণ করছেন ও সিনেমার শুটিং কিরছেন।কয়েকজন প্রশিক্ষক তাকে সাহায্য করছেন।
৩ মার্চ সারাদিন খেলার শুটিং চলেছে। ছবির শুটিং প্রায় শেষ পর্যায়ে। এই ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।