বিনোদন
নাগা-সামান্তার বিচ্ছেদের পর এবার বিয়ের শাড়ি ফেরত দিলেন সামান্তা

২০২১ সালের অক্টোবর মাসে অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্তা প্রভুর বিবাহবিচ্ছেদ ঘটেছে।
বিচ্ছেদের পরপরেই শোনা গেছে সামান্তা খোরপোষের জন্য টাকা দাবি করেছেন। কিন্তু এখন তিনি বিয়ের শাড়িও ফেরত দিয়ে দিয়েছেন।
জানা গেছে তিনি বিয়েতে যে শাড়ি পড়েছিলেন সেটি নাগা চৈতন্যের ঠাকুমার। ২০১৭ সালে তারা দুজনের ইচ্ছাতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
কিন্তু বিচ্ছেদের ৫ মাস পরে তিনি বিয়ের শাড়ি ফেরত পাঠান নাগা চৈতন্যের কাছে। জানা গেছে, তিনি নাগা আর তার পরিবারেই কোনোপ্রকার স্মৃতি নিজের কাছে রাখতে চান না।
বিচ্ছেদের সময় তারা দুজনেই বলেছিলেন তাদের মাঝে প্রায় ১০ বছরের সম্পর্ক। এবার দুজনেই এই সম্পর্ক থেকে মুক্তি চান আর তাই এই বিবাহবিচ্ছেদ।
পরে নাগা চৈতন্য সামান্তাকে খোরপোষ হিসেবে ২০০ কোটি টাকা দিতেও চেয়েছিলেন। কিন্তু সামান্তা সেই টাকা নিতে অস্বীকৃতি জানান।