বাংলাদেশ
নাটোরে রুই মাছের নাড়িতে পাওয়া গেলো ৪ আনার চেইন

সোমবার ৩ জানুয়ারি নাটোরের সিংড়ায় সুশান্ত নামের একজনের বাড়িতে কিনে আনা মাছের পেটের ভিতরে পাওয়া গেলো ৪ আনা স্বর্ণের চেইন। সুশান্ত সরকার একজন স্বর্ণকার। পরে এই ঘটনা দেখতে ভিড় করলো আশেপাশের মানুষজন।
সুশান্ত জানায়, সোমবার ১১ টার সময় বাজার থেকে দুইটি রুই মাছ কিনে বাড়িতে পাঠায়।
পরে তার ছেলের বউ মাছ কাটা শুরু করে। এক পর্যায়ে মাছ পিস করার সময় ফেলে দেওয়া অংশে মাছের নাড়ির মধ্যে দেখেন চেইন জড়িয়ে আছে বলে জানান সুশান্তের স্ত্রী।
পরে খবর পেয়ে তিনি বারি আসেন ও ধুয়ে পরিক্ষা করে দেখতে পান এটি ১৮ ক্যারেট সোনার তৈরি ৪ আনার একটা সোনার চেইন।