খেলাধুলা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ১ম ম্যাচে জয় পেল বাংলাদেশ

নিউজিল্যান্ড vs বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে স্বাগতিক বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল । সফরকারীরা প্রথম ম্যাচে ৭ উইকেটের পরাজয় বরণ করেছে । নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের প্রথম জয়।

সংক্ষিপ্ত স্কোরঃ

টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ১০ উইকেটে ৬০ রান করে ১৬.৫ ওভারে।
নিউজিল্যন্ডের পক্ষে সর্বোচ্চ ল্যাথাম ১৮ ও নিকোলস ১৭ করেন।

মুস্তাফিজ ১২ রান দিয়ে পায় ৩ উইকেট , নাসুম ৫ রান দিয়ে পায় ২ উইকেট , সাইফউদ্দিন ৭ রান দিয়ে পায় ২ উইকেট , সাকিব ১০ রান দিয়ে পায় ২ উইকেট , মেহেদী ১৫ রান দিয়ে পায় ১ উইকেট।

বাংলাদেশ ৫ ওভার হাতে রেখেই ৭উইকেটে জয় নির্ধারণ করে ১৫ ওভারে। (৬২/৩)
বাংলাদেশর পক্ষে সাকিব ২৫, মুশফিক ১৬, রিয়াদ ১৪ রান করেন।

এজাজ ৭ রানে ১ উইকেট পান , ম্যাককঞ্চি ১৯ রান দিয়ে ১ উইকেট পান।

ফলাফলঃ বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
%d bloggers like this: