নিউজিল্যান্ড ম্যাচেও গ্যালারিতে যাওয়া বল আর মাঠে আনা হবে নাঃ বিসিবি

গত অস্ট্রেলিয়া সিরিজের মত এবার নিউজিল্যান্ড সিরিজেও বল ফিরিয়ে আনা নিয়ে আগের নিয়মমতই খেলা চলবে। যে বল গ্যালারিতে যাবে তা আর মাঠে আনা হবে না বলে জানিয়েছেন বিসিবি।
বাংলাদেশে আসার পরেই অজিরা স্পষ্টভাবে জানিয়েছিলেন- যে বল ছক্কা হয়ে গ্যালারিতে যাবে সেই বল মাঠে ফিরিয়ে আর খেলা যাবে না। যদিও কিউইরা স্যানিটাইজ করে মাথে বল ব্যাবহারের কথা বল্লেও এরে আবার বলবয় লাগবে তাই সেই বল না ব্যাবহারের পরিকল্পনা করে বিসিবি।
এবারও আগের মিয়মেই থাকবে গ্যালারিতে যাওয়া বল নিয়ে বলেছে বিসিবি। কয়েক ধরনের রিজার্ভ বল রাখার কথা বলা হয়েছে। কারন গ্যালারিতে যে বল যাবে সেই বল অনুযায়ী আরেকটা রিজার্ভ বল দিয়ে খেলা হবে।
সূত্র হতে জানা যায়, খেলা হবে ২০ ওভারের তাই খেলায় বেশি পরির্তন হয় না। আর বল স্যানিটাইজ করতে গেলেও এটি একদিকে যেমন জটিল হবে তেমনি সময়সাপেক্ষ। গত খেলায় লো স্কোরিং ম্যাচে গ্যালারিতে বল খুব বেশি যায় এবারের খেলায়ও লো স্কোরিং হওয়ার আশংখা আছে। তাই এখানে আগের খেলার নিয়মেই বহাল থাকবে।