
শনিবার ৮ জানুয়ারি দুপুরে গরিবদের মধ্যে শীত বস্ত্র বিতরণ কালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেনসহ সকল পরিবহনে যাত্রী অর্ধেক বহন করতে হবে ও সব দোকানপাট রাত ৮ টার মধ্যে বন্ধ করে দিতে হবে। আর এর বাস্তবায়নের নির্দেশনাও খুব তাড়াতাড়িই আসবে বলেন জানান তিনি।
তিনি বলেন দেশে করোনা দিনদিন বেড়েই চলেছে। তাই এমন নির্দেশনা আসছে। তার পাশাপাশি তিনি দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, করোনা পরিস্থিতি বাড়তে থাকায় অনেক দেশেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে এখনো এমন অবস্থার সৃষ্টি হয়নি। কিন্তু সংক্রমণের হার খুব বেশি বেড়ে গেলে এমন সিদ্ধান্ত নিতে হতে পারে।
তিনি বলেন সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যাবহার করতে হবে। শপিং মলগুলোতে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। না মানলে জেল জরিমানা করার ব্যাবস্থা নেওয়া হবে।