বিনোদন

পরিমনিকে নিয়ে মূহুর্তেই ভাইরাল ইসলামী বক্তার দেওয়া স্ট্যাটাস

আলোচিত অভিনেত্রী পরিমনির জামিন, জেল থেকে মুক্তি, মুক্তির পর উল্লাস নিয়ে সামাজিক যোগাযোগ মধ্যমে এ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। বুধবার বিকেলে বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা আব্দুর রহিম আল-মাদানীর ফেসবুক পেইজে পরিমনিকে নিয়ে দেওয়া এক স্ট্যাটাসে তোলপাড় শুরু হয়েছে।

মাওলানা আব্দুর রহিম আল- মাদানীর স্ট্যাটাসে দেওয়া কথাগুলো অনেকটা ছিল এমন – এত অপকর্ম আর মাদক মামলার পরে জামিনে মুক্তি পেয়ে কেউ দাঁত কেলিয়ে হাসলো। এটি ঠিক নির্লজ্জতার কত তম স্তর?

তার এই স্ট্যাটাসে জনৈক জিলানি মন্তব্য করেন – জেলে কি মেহেদি দেওয়ার ব্যাবস্থা আছে, আর সে জেলখানা থেকে বের হয়েছে না অলিম্পিকে স্বর্ণপদক জিতছে, ঠিক বুঝলাম না।

মো. জাকারিয়া বিন তাহের মন্তব্য করেছেন- আলেমরা জেল থেকে পঙ্গু হয়ে বের হয় আর পরিমনি মেহেদি লাগিয়ে হাসতে হাসতে বের হলো। মেহেদী দিয়ে দিলো কে?

আবুল মনসুর লিখেন – যারা মানুষের চরিত্র গঠন করে তারা বন্দী থাকে আর যারা ধ্বংস করে তারা মুক্তি পায়। এই স্ট্যাটাসে এমন অনেক মন্তব্যই করেছে অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
%d