পরিমনির পাশে ছিলাম আছি ও থাকবো- অঞ্জনা

বাংলাদেশের তরুন অভিনেত্রী পরিমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতারের ২৬ দিনের মাথায় তিনি জামিন পেলেন। আজ তিনি জামিন পেয়েছেন।
পরিমনির জামিন পাওয়ার পরে আরেক চিত্রনায়িকা অঞ্জনা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে আলহামদুলিল্লাহ পরিমনির জামিনে তিনি খুব খুশি। সঠিক পথে এগিয়ে নিজের জীবনকে আরও সুন্দর করা ও চলচিত্রকে সমৃদ্ধ করার আশীর্বাদ জানান তিনি। তার পাশাপাশি তিনি বলেন তিনি পরিমনির পাশে আছেন ও থাকবেন।
তিনি বলেন তার ফেসবুক স্ট্যাটাসে পরিমনির পক্ষে সব লিখেছেন ও কমেন্ট করার আগে স্ট্যাটাসগুলো পরার অনুরোধ জানান তিনি।
পরিমনিকে গ্রেফতার করার ২ দিন পরে শিল্পী সমিতি তার সদস্যপদ বাতিল করা হয়। তখন সেই সম্মেলনে তিনি বলেন সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া ঠিক নয়। এটা সব মেয়েদের মনে রাখা উচিত। তার সাথে তিনি আরো যুক্ত করেন পরিমনি ঘরের ভিতর কি করলো তা তাদের দেখার বিষয় না।যখন তাদের কাজ জনগনের সামনে চলে আসে তখন সেটা শিল্পী সমতির দেখার বিষয়।
আজ পরিমনির পক্ষে তার আইনজীবী জামিনের শুনানি করে আর রাষ্ট্রপক্ষের পিপি বিরোধিতা করে। পরে শেষ পর্যন্ত তার জামিন মঞ্জুর হয়।