বিনোদন
পরিমনি নতুন ফ্ল্যাটে উঠে উচ্ছ্বাসিত হয়ে ছবি পোস্ট করলেন

চিত্রনায়িকা পরিমনি ১ সেপ্টেম্বর জেল থেকে মুক্তি পাওয়ার পর আবার তিনি কাজে ফিরেছেন।
২০ সেপ্টেম্বর সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে কিছু ছবি পোস্ট করেন। ছবিতে তার পরনে ছিল লাল জামা আর লাল জুতা। তার সাথে মাথার চুল দুইভাগ করে দুইটি ঝুটি করা যেখানে তাকে খুব খুশি লাগছিল। তিনি তার ফেসবুকের “মাই সুইট হোম” অ্যালবামে পোস্ট করেন এই ছবিগুলো। নতুন বাসায় উঠে তিনি খুব খুশি।
ছবির ক্যাপশনে লিখেছেন, Love the life you live, live the life you love. এর বাংলা অর্থ অনেকটা এরকম, যে জীবন আছে তাকে ভালোবাসো, যে জীবন ভালোবাসো সেভাবেই বাঁচো।
খুব তাড়াতাড়ি তিনি “মুখোশ” সিনেমার কাজ শুরু করবেন তিনি। আবার “গুনিন” নামক সিনেমায় কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।