
১৬ মার্চ বুধবার সন্ধ্যায় বিএম কলেজ সড়কের বিভাগীয় গ্রন্থাগারের সামনে এক কলেজ ছাত্রের দুর্ঘটনা ঘটে। ছাত্রের নাম নাদিম হোসেন।
সে বরিশাল সরকারি সৈয়দ হাতেম কলেজে ইতিহাস বিভাগে অধ্যয়নরত ছিল। নাদিম হোসেন তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
তার বাবা নাম মনিরুল ইসলাম, বাড়ি সদর উপজেলার কাশিপুর বিল্ববাটি এলাকায়। সে পড়াশোনার সাথে সাথে ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিতে কর্মরত ছিল।
তার অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা চলছিল। বিকাল ৫ টায় বিএম কলেজে পরীক্ষা শেষ করে মোটরসাইকেল দিয়ে ফেরার পথে মাইক্রোবাসের সাথে ধাক্কা খায় ও মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসক জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে তার মৃত্যু ঘটেছে।
পুলিশ জানান, মাইক্রোবাস ও এর চালককে গ্রেফতার করার জন্য কাজ করে যাচ্ছে পুলিশ।