‘এই মুহূর্তে তাকে কে বাসা খুঁজে দেবে’ বলে জানতে চেয়েছেন পরীমনি।

‘এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে’ বলে জানতে চেয়েছেন পরীমনি।
দীর্ঘ ২৭ দিনের কারামুক্তির পর বাসায় ফিরেই এক বিশাল বড় ধাক্কা খেলেন পরীমনি। বাসায় ফিরেই জানতে পারলেন, ছেড়ে দিতে হবে বনানীর বাসাটা। বিকেল সাড়ে চারটায় গণমাধ্যমে এমনটাই জানালেন আলোচিত এই চিত্রনায়িকা।
পরীমনি বললেন, ‘ বাসা ছাড়ার নোটিশ দেখতে পেলাম ঘরে ঢোকার পর ।’ আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? তা-ই কি হচ্ছে, ওরা যা চেয়েছিল? আমি কি তাহলে ঢাকা ছাড়বো, নাকি দেশ ছাড়বো ?’
‘ এই মুহূর্তে আমাকে বাসা খুঁজে কে দেবে?’ ক্ষুব্ধ পরীমনি বললেন,
পরীমনি আরও জানালেন যে , গত চার দিন আগেই তাঁকে বাসা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আর এটা তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে আজ বাসায় ফিরে জানতে পারেন তিনি।
পরীমনি বললেন, ‘ আমার বয়স্ক নানুভাই আছেন আমার সাথে, আমি তো আর একা থাকি না । হঠাৎ করে এখন আমি কই যাব, সেটা কি কেউ আমাকে বলতে পারেন? হটাৎ করে কি হয়ে গেল এসব?