পাকিস্তানের নারী বিচারপতি নিয়োগপ্রাপ্ত হলেন আয়েশা মালিক

পাকিস্তানের মেয়ে আয়েশা মালিককে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের নারী বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের গণমাধ্যম জানায় আয়েশা একজন মেয়ে হিসেবে বিচারক হবে এর বিরোধিতা করেছিল একটা পক্ষ আর অন্য পক্ষ নিয়োগের পক্ষে ছিল।
২০২১ সালের সেপ্টেম্বরে তার বিচারপতি হিসেবে নিয়োগদানের কথা থাকলেও বিভিন্ন বিরোধিতার জন্য সময় পিছিয়ে যায়। পরে ৮ সদস্যবিশিষ্ট কমিশন গঠন করা হয় যেখানে ৪ জন তার পক্ষে ও বাকি ৪ জন তার বিপক্ষে ছিল।
পরে তাকে কাজ না করার জন্য অনেকে হুমকিও দিয়েছে। পাকিস্তানের বার এসোসিয়েশন একাংশ তার বিপক্ষে ছিল। পরে আবার ৬ জানুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারিক কমিশন বসে ও তাকে নিয়োগের পক্ষে ৫ জন মত দেয় ও ৪ জন বিরোধিতা করে।
অবশেষে তিনি ১৯৪৭ সালের পর দীর্ঘ ৭৪ বছর পরে পাকিস্তানের নারী বিচারক নিয়োগপ্রাপ্ত হলেন। দেশের রাজনীতিবিদগণ ও জনগন তাকে শুভেচ্ছা জানাচ্ছে।