পিএসজি’তে মেসির জার্সি নাম্বার ৩০ ।

পিএসজি’তে মেসির জার্সি নাম্বার ৩০ ।
৩৪ বছর বয়সী লিওনেল মেসি যাকে আমরা একজন আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে চিনি তিনি এখন তার প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে অংশগ্রহণ করেছেন প্যারিসে। তার অনুসারীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। ইন্সট্রাগ্রাম এ তার অনুসারী সংখ্যা যেখানে ২৪ কোটি ৭০ লাখ ছিল গত ৩০ দিনে তা আরও ১ কোটি ৯৩ লাখ বেড়ে গিয়েছে।পিএসজি এর অনুসারীর সংখ্যাও বহু গুন বেড়ে যাচ্ছে মেসির আগমনে।টানা ২১ টি পোস্ট তাকে নিয়ে করা হয়েছে।

জুনে আআর্জেন্টিনাকে কোপা আমেরিকায় জিতিয়ে ছুটিতে ছিলেন তিনি।নতুন করে ২ আগস্ট বার্সেলোনার জার্সিতে নতুন চুক্তিতে মাঠে অনুশীলনে নামার কথা ছিল। কিন্তু স্পেনিশ লীগের নিয়মের বেড়াজালে তাকে বার্সা ছেড়ে প্যারিসে যোগদান করতে হয়। এর পর থেকে আর অনুশীলন করা হয় নি।
পিএসজি’তে মেসির জার্সি নাম্বার ৩০ ।
এখন সংবাদ সম্মেলনে সবার প্রশ্ন একটাই তিনি কবে থেকে খেলায় যোগ দিবেন?তিনি সবসময় ১০ নাম্বার জার্সি পড়ে মাঠে নামতেন আর্জেন্টিনার হয়ে এবং বার্সাতেও একই নাম্বার নিয়ে খেলতেন কিন্তু এখন জানা গেছে তিনি ৩০ নাম্বার জার্সি পরিধান করে খেলায় যোগ দিবেন অর্থাৎ এখন থেকে পিএসজি’তে মেসির জার্সি নাম্বার ৩০ । কারণ তার আরেকজন প্রিয় মানুষ নেইমার ১০ নাম্বার জার্সি পরিধান করে খেলা খেলেন।তাই তিনি নিজেই ৩০ নাম্বার জার্সি বেছে নিয়েছেন।