খেলাধুলা
পিএসজিতে সুখেই আছেন বলে জানালেন কিলিয়ান এমবাপ্পে

পিএসজিতে বরাবরেই কিলিয়ান এমবাপ্পে ভালো খেলে আসছেন। কিন্তু অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিবেন।
এবার সব কথার অবসান ঘটিয়ে তিনি জানান পিএসজিতে সুখেই আছেন। চুক্তি নবায়নের বিষয়ে তিনি একদম না করছেন না।
রিয়েল মাদ্রিদের প্রতি নিজের ভালো লাগার কথা বললেও তিনি এই দলেই ভালো আছেন বলে জানান তিনি।
তিনি বলেন, তিনি যাই সিদ্ধান্ত নেন না কেন সবাইকে তিনি জানাবেন।
তিনি নিজের জন্য সেরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। সিদ্ধান্তের দায়িত্ব তিনি নিজের কাঁধেই রাখছেন।
চলতি বছরের জুন মাসে পিএসজির সাথে করা চুক্তির সময় শেষ হবে এই ফুটবল তারকার।