পিএসজি’র বিলম্বিত অভিষেকের কারণে বার্সেলোনায় ফিরেছেন মেসি।

প্রায় দশ দিনের মতো হতে চললো লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পাড়ি দিয়েছেন প্যারিসে । কিন্তু এ কয়দিনেই কি বার্সেলোনাকে ভুলার অভ্যাস এত সহজেই গড়ে তুলা যায়? তাই ছুটি পেয় আর একমুহূর্তেরন জন্যও দেরি না করে ছুটলেন বার্সেলোনার উদ্দেশ্যে কাতালুনিয়ায়, কাস্তেইদেফেলসে নিজের ডেরায়।
পাড়ি জমালেও প্যারিসে এখনো স্থায়ী হতে পারেন নি মেসি। এখনো থাকছেন হোটেলে। মেসি ও তার পরিবারের চাহিদামতো এখনো বাড়ি খুঁজে দিতে পারেন নি রিয়েল এস্টেট কোম্পানি এবং ক্লাব কর্তৃপক্ষ কেউই। আর সেজন্যই তো প্যারিসে নিজের ঘরে থাকার অনুভূতি এখনো পাননি সাবেক বার্সেলোনার প্রাণভোমরা LM10 ।
অন্যদিকে কোন প্রকার তাড়াহুড়ো করতে রাজি নয় পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। ব্রেস্তের বিপক্ষেও খেলার সুযোগ পাননি মেসি, রেস্টে থাকার কারণে স্কোয়ার্ডে রাখা হয়নি তাকে। মেসি নিজেকে উজাড় করে দিচ্ছেন পিএসজির অনুশীলনে। এতে দলের সবাই খুঁশি, জানিয়েছিলেন কোচ পচেত্তিনো। সবাই জানে সে দলকে কী দিতে পারে, বলেছেন কোচ নিজে। পিএসজির প্রতিনিধিত্ব করতে নিজেকে মানিয়ে নিচ্ছে মেসি।
পিএসজি’তে মেসির অভিষেক পিছিয়ে গেছে অন্তত এক সপ্তাহ। তাইতো ছুটি পেয়েই আর দেরি করেননি মেসি। চলে এসেছেন বার্সেলোনায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম (মুন্দো দেপোর্তিভোর) এর প্রকাশিত এক ছবিতে দেখা যায়, সপরিবারে মেসি কাতালুনিয়ায় পা রেখেছেন।
গুঞ্জন আছে মেসির সাথে নেইমারও পাড়ি জমিয়েছেন বার্সেলোনায়। যদিও ইউরোপীয় কোনো সংবাদ মাধ্যমে নেইমারের কোনো ছবিই প্রকাশ পায়নি ।
গুঞ্জন, মেসি ও নেইমার মিলে দেখা করেছেন প্রিয় বন্ধু সুয়ারেজের সাথে । এই ত্রয়ীর বন্ধুত্বের শুরু বার্সেলোনায়।
মেসির সামনে। হয়তো দুই-তিনদিন পরই পিএসজিতে ফিরে যাবেন মেসি দলের অনুশীলনে যোগ দেয়ার জন্য ।