বিশেষ সংবাদপ্রচ্ছদবাংলাদেশ

পিকআপ ভ্যানের ধাক্কায় মহানগর এক্সপ্রেস ট্রেনের ৩ বগি লাইন চ্যুত

কুমিল্লা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মহানগর এক্সপ্রেস ট্রেনের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা লাগায় ট্রেনটির ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত ২ ঘটিকায় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এর পর থেকেই চট্টগ্রামের সাথে সিলেট ও ঢাকার যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, পিকআপ ভ্যানটি সবজি নিয়ে যাচ্ছিল পরে রেলক্রসিং পার হতে গিয়ে বিকল হয়ে পড়ে। যখন ধাক্কা দিয়ে সরানো হচ্ছিল তখনেই ট্রেন চলে আসে। চলন্ত ট্রেন থামাতে পারে নি গেটম্যান। ফলে ট্রেনটি পিকআপ কে ভেঙে গুড়িয়ে দেয় এবং লাইনচ্যুত হয় ট্রেনটি। দূর্ঘটনায় কেউ গুরুতর আহত হয় নি। যারা সামান্য আহত হয়েছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে।

পরে উদ্ধার কাজ চালানো হয়।এই ঘটনায় কয়েকটি ট্রেন স্টেশনে আটকে আছে।

ট্রেনটির ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে সামনের ৭ টি বগি লাক্সাম জংশনে আর বাকি ৭ টি বগি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে,জানালেন কুমিল্লা রেলওয়ে পথ বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
%d bloggers like this: