বিনোদন
পিছিয়ে গেলো মিমের হানিমুন কারণ স্বামী করোনায় আক্রান্ত

গত ৪ জানুয়ারি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বিয়ে হয়েছে ব্যাংকার সনি পোদ্দারের সাথে। ১১ জানুয়ারি তাদের হানিমুনে যাওয়ার কথা ছিল। তারা ৪ দিনের জন্য মালদ্বীপ যাবে বলে ঠিক করেছিলেন। কিন্তু মিমের স্বামী সনি পোদ্দারের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাই হানিমুন বাতিল হলো।
তাদের বিয়ের পর থেকেই দুই পরিবারের অধিকাংশ সদস্যরা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। তাই তারা করোনা পরিক্ষা করে ও জানা গেছে মিমের বাবা ও তার স্বামীর করোনা পজিটিভ। তাদের দুজনকেই বাসায় বিশ্রামে থাকতে বলা হয়েছে। আর বাকিদের করোনা নেগেটিভে এসেছে।
আগামী ১৫ জানুয়ারি গণমাধ্যম কর্মীদের সাথে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল যা স্থগিত করা হয়েছে। তবে সব ঠিক থাকলে আগামী মাসে হবে তাদের হানিমুন।