পুরুষের মতো নারীর মুখে দাড়ি দেখতে ভিড় জমাচ্ছে মানুষ

কুড়িগ্রামের আলী হোসেন নামের একজনের স্ত্রী এর মুখে পুরুষের মত দাড়ি গজিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ায় তাকে দেখতে মানুষ ভিড় জমাচ্ছে।
আলী হোসেন ও মরিয়মের বিয়ে হয় আরো ১৫ বছর আগে কিন্তু তাদের কোনো সন্তান হয় নি। অন্য লোকের জমিতে কাজ করে অভাবের সংসার চালালেও তাদের সুখের কোনো অভাব নেই।
হঠাৎ একদিন মরিয়মের মুখে দাড়ি গজালে স্বামী চিন্তায় পড়েন। টাকার অভাবে চিকিৎসা না করায় এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন না মরিয়ম। তার মুখের দাড়ি বেড়েই চলেছে।
মরিয়ম বেগম বলেন এই দাড়ির লজ্জায় কোথাও যেতে পারে না। প্রথমে দাড়ি কেটে ফেললেও বড় হয়ে যেত তাই এখন আর কাটেন না। তিনি চিকিৎসার মাধ্যমে এই রোগমুক্ত হতে চান।
এই নিয়ে রেীমা’রী উপজে’লা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এইরকম নারীর মুখের দাড়ি বা গোঁফ হলে একে বলে হিরসুটিজম। শরীরে যদি এন্ড্রোজেন হরমোনের পরিমান বেশি থাকে তবে এমন হয়। কিন্তু উন্নত চিকিৎসা করালে এই রোগ ভালো হয়ে যায়।