প্রচ্ছদ
পুলিশের কনস্টেবল পদে চাকরি করা আর হলো না রাফির

ব্রাহ্মণবাড়িয়ার রাফি ভুইঁয়া নামের এক যুবক মা বাবার দোয়া নিয়ে বাড়ি থেকে বের হয়। তার লক্ষ্য ছিল পুলিশের কনস্টেবল পদে চাকরি করার।
বাড়ি থেকে বের হয়ে ফ্লেক্সির দোকানে গিয়ে ফ্লেক্সিলোড করেন। বাইরে হঠাৎ করে শুনতে পেলেন ধর ধর বলে কেউ চিৎকার করছে।
তিনি তাড়াতাড়ি দোকান থেকে বের হলেন। বের হয়েই দেখতে পান এক ছেলে ছুঁড়ি নিয়ে দৌড়াদৌড়ি করছে।
তখন ঐ ছেলেকে রাফি থামিয়ে কথা বলতে চায়। কি কারণে তার হাতে ছুঁড়ি জানতে চাইলে রাফির বুকে ছুঁড়ি বসিয়ে দেয়।
পরে আশেপাশের মানুষ রাফিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। যে ছেলেটি রাফিকে আঘাত করে সেই ছেলেটির নাম প্রদীপ।