পূজা চেরি শাকিব খানের সাথে অভিনয়ের জন্য ওজন বাড়িয়েছেন

শাকিব খান এখন পর্যন্ত অনেক নায়িকার বিপরীতে কাজ করেছেন। এবার তিনি কাজ করতে যাচ্ছেন পূজা চেরির বিপরীতে। “গলুই” নামক সিনেমায় তারা দুইজন একসাথে কাজ করবেন। এই সিনেমায় অভিনয় করার জন্য পূজা তার ওজন বাড়িয়েছেন।
ওজন প্রসঙ্গে নায়িকা বলেন, সিনেমার পরিচালক যখন বলে শাকিব খানের সাথে সিনেমা করতে হলে ওজন বাড়াতে হবে তখন থেকেই তিনি ওজন বাড়াতে শুরু করে দেন। তার ওজন ছিল ৫০ তা থেকে ৫ কেজি বাড়িয়ে এখন তার ওজন হয়েছে ৫৫ কেজি। তবে সিনেমার শুটিং শেষ হলেই তিনি আবার ওজন ৫০ কেজিতে নামিয়ে আনবেন।
অনেকেই পূজা ও শাকিবের বয়সের পার্থক্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বয়স কোনো ব্যাপার না। বয়স ব্যাপার হলে তিনি সিয়াম, নিরব, রশানের মতো অভিনেতার সাথে অভিনয় করতে পারতেন না। তাই শাকিবের সাথে অভিনয়ের ক্ষেত্রে বয়স কোনো ব্যাপার না।
পূজা শাকিবের কথা বলতে গিয়ে বলেন, শাকিব ভাইয়া দেখতে এখনো অনেক ইয়াং। তিনি বলেন পরের প্রজন্মের নায়িকারাও শাকিব খানের সাথে অভিনয় করতে পারবে। তার সাথে কাজ করে পূজার অনেক ভাল লাগবে বলেন তিনি।
গলুই সিনেমাটি টাঙ্গাইলের এক জমিদার বংশধরের মেয়ে মালা ও মাঝির রসায়নে নির্মিত হবে। এতে শাকিব খান হবে মাঝি ও পূজা হবে মালা। মালাদের জমিদারি শেষ পর্যায়ে কিন্তু রক্তে এখনো জমিদারি আছে এই বিষয় ফুটিয়ে তোলা হবে সিনেমায়।
২৩ সেপ্টেম্বর পূজা চেরি টাঙ্গাইল যাওয়ার জন্য রওনা হবেন।পরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং একটানা চলবে।শুটিং মনে হয় রাজবাড়িতে হবে। অভিনয়ে আরো আছেন সুচরিতা,আলীরাজ,আজিজুল হাকিম প্রমুখ।