বিনোদন
প্রেম করার সঙ্গী পাচ্ছেন না সাফা কবির

টিভি অভিনেত্রীদের মধ্যে সাফা কবির এখন একটি খুব পরিচিত নাম। তিনি অ্যাট এইটিন অলটাইম দৌড়ের ওপর’ নামের নাটকে অভিনয়ের মাধ্যমে আজকের জনপ্রিয় সাফা কবির হয়ে উঠেছেন। এর পর এখন পর্যন্ত অনেক নাটক করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। এছাড়া তার ‘১৯৯০ লাভ স্টোরি ‘, ‘তুমি আরেকটি দিন থাকো’ নাটকও দর্শকের মন কেড়ে নিয়েছে।
গত রবিবার তার জন্মদিন ছিল। তাকে ঐদিন অনেক প্রশ্ন করা হয়। তখন প্রেম বিষয়ে প্রশ্নের উত্তর দেন তিনি
যখন তাকে প্রশ্ন করা হয় প্রেম বা বিয়ে নিয়ে তার চিন্তাভাবনা কি তখন উত্তরে বলেন- তার প্রেম করার মতো সঙ্গী নেই, তিনি একাই আছেন প্রেম করছেন না। তিনি আরও বলেন তিনি বিয়ে নিয়ে ভাবছেন না। পরিবার বা নিজের পছন্দ যেকোনো ভাবে তিনি বিয়ে করতে পারেন তিনি দুইটাতেই বিশ্বাসী।