আন্তর্জাতিক
ফুটবলারকে প্রাণ দিতে হল বিমানের চাকায়

গত সোমবার মার্কিন বিমান সি- ১৭ এ করে অনেকেই কাবুল ছাড়তে চেয়েছিল। শত শত মানুষ বিমানকে ঘিরে ধরেছিল। কিন্তু সবাই সফলভাবে যেতে পারে নি। তাদের মধ্যে থেকে ১২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজনের দেহ ছিল আফগানি ফুটবলার আনওয়ারি। আফগানি বয়সভিত্তিক দলে খেলতো সে।
বিমানটি কাবুল বিমানবন্দর ছেড়ে কাতারের বিমামঘাটিতে আসে এবং সেখানে বিমানের চাকায় দেহাবশেষ পাওয়া গেছে বলে তারা জানিয়েছে।
আফগানিস্তানের ক্রীড়া ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক স্বীকার করেছে দেহটি ঐ ফুটবলারের। বিমানের ল্যান্ডিং গিয়ারে ধরে দেশ ত্যাগ করতে চেয়েছিল সে। মর্মান্তিকভাবে তাকে তার প্রাণ দিতে হলো।