
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন ব্যাবসায়ী মোহাম্মদ আবু মহসিন খান। তিনি সম্পর্কে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর।
তিনি ধানমন্ডির একটি বাসায় বাস করতেন। বাসায় তিনি একাই বাস করতেন। বুধবার রাত ৯ঃ১৫ এর দিকে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আত্মহত্যার আগে তিনি বেশকিছু কথা বলেন ফেসবুক লাইভে। সেখানে তার আত্মীয়দের প্রতারণার কথা ও নিজেকে হতাশাগ্রস্ত বলে প্রকাশ করেন তিনি।
তিনি বলেন তার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে আর তিনি একা বাসায় থাকেন। তিনি মারা গেকে তার লাশ পচে গেলেও হয়তো কেউ দেখবে না।
তিনি সবাইকে বিদায় দিয়ে বলে গেলেন এটাই তার সাথে সবার শেষ দেখা।
পরে কালেমা পড়া অবস্থায় নিজের হাতে নিজের মাথায় লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন।
তিনি আরো বলেন,তার মৃতদেহ যেন মোহাম্মদপুর বেড়িবাঁধে অবস্থিত কবরস্থানে দাফন করা হয়।
তিনি ফেসবুক লাইভে আসার সময় একটা চেয়ারে বসে ছিলেন ও সামনে টেবিল ছিল।আর সেই টেবিলে একটা কাফনের কাপড় ও চিরকুট ছিল।
চিরকুটে লেখা ছিল এই কাফনের কাপড় যেন তার লাশে ব্যাবহার করা হয় যা তিনি ওমরা হজে ব্যাবহার করেছিলেন।
চিত্রনায়ক রিয়াজ জানান, তিনি এই ব্যাপারে কিছু জানেন না। পরে তিনি ধানমণ্ডির শ্বশুরের বাসায় যান।