ফ্রান্সে এবার একদিনে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা লাখ ছাড়লো

করোনা এবার ওমিক্রন নামে নতুন রূপ ধারণ করেছে। এর সংক্রমণ থামানো যাচ্ছে না কোনোভাবেই। এর মধ্যেই বিশ্বের ১০৮ টি দেশের জনগনকে আক্রান্ত করতে সক্ষম হয়েছে এই নতুন ভাইরাস।
ফ্রান্সে এটি ব্যাপক আকারে রূপ লাভ করেছে। গত রবিবারে ২৬ ডিসেম্বর ১০৪৬১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এটি এই পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের রেকর্ড।
দেশটির সংবাদমাধ্যম জানায়, ফ্রান্সের মোট জনসংখ্যার ৭৬.৫ শতাংশ মানুষ করোনার দুইটি ডোজ নিয়েছে। তবুও নতুন ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। তাই সরকার বুস্টার ডোজ দেওয়ার কথা পরিকল্পনা করছে।
দেশটির সরকারের কাছ থেকে পাওয়া তথ্যমতে, বুস্টার ডোজ নেওয়ার পর নাগরিকদের হেলথ পাস দেওয়া হবে যা ছাড়া বাইরে বের হওয়া যাবে না। তার পাশাপাশি আবার মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে জনাকীর্ণ কক্ষের ভিতরে ও বাইরে এবং কিছু জায়গায় লকডাউন এর মতো বিধিনিষেধ ও চালু হয়েছে।
চলতি বছরের অক্টোবর মাসে প্রথম ওমিক্রনের দেখা মিলেছিল দক্ষিণ আফ্রিকায়। একমাসেই এটি ১০৮ টি দেশে প্রায় দেড় লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে ও প্রাণ গেছে ২৬ জনের।