করোনাভাইরাস
ফ্রান্সে শনাক্ত হলো করোনার নতুন ভ্যারিয়েন্ট IHU

ওমিক্রন যখন পৃথিবীর সবার মনে ভয় তৈরি করছে ঠিক একই সময়ে ফ্রান্সে আবার শনাক্ত হলো নতুন ভ্যারিয়েন্ট আইএইচইউ। এর বৈজ্ঞানিক নাম বি.১,৬৪০.২। এই নাম ফ্রান্সের জীবানু গবেষণা সংস্থা আইএইচইউ এর নামানুযায়ী করা হয়েছে। পিটিআই এর খবর মতে এখন পর্যন্ত ফ্রান্সে ১২ জন রোগী শনাক্ত হয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট এর।
৪ জানুয়ারি মঙ্গলবার ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যমের কাছ থেকে জানা গেছে ২০২১ সালের নভেম্বর মাসে ফ্রান্সের এক ব্যাক্তি করোনা টেস্ট করাতে গিয়ে তার কাছ থেকে সংগ্রহ করা নমুনা থেকেই এই ভ্যারিয়েন্ট এর আবিষ্কার ঘটে।
পরে আরো গবেষণা চালিয়ে নিশ্চিত হওয়া হয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে। গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, এই ভ্যারিয়েন্টের উদ্ভব হয়েছে মূল করোনা ভাইরাসের ৪৬ বার মিউটেশনের পর।