বাংলাদেশকরোনাভাইরাস
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন উপলক্ষে সরকার বিশেষ টিকা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যারা এখনো প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি বা যারা দুইটি ডোজেই গ্রহণ করেছেন তারা উভয়েই এই টিকার আওতাভুক্ত হবেন৷
১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই টিকা দেওয়া হবে। দুই সপ্তাহব্যাপী প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ গ্রহণকারী সকলে এই কর্মসূচির আওতায় থাকবে।
তবে ১৮ মার্চ প্রথম দিনের কর্মসূচিতে ছিল না তেমন ভিড়। জনগন টিকা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা নিয়ে প্রতিদিনেই লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে।
আর নতুন কর্মসূচি ববঙ্গবন্ধুর জন্মবার্ষিকী হিসেবে চলবে টানা দুই সপ্তাহ।