বাপের জীবনে পরীমণি নামের কাউকে এই পৃথিবীতে দেখেননি : সিটি ব্যাংক এমডি

পরীমনি সম্পর্কে বলেন, জীবনে পরীমণি নামের কাউকে এই পৃথিবীতে দেখেননি : সিটি ব্যাংক এমডি
সম্প্রতি গ্রেপ্তার হন চিত্রনায়িকা পরীমণি। অনৈতিক ও অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপতার করা হয়। এরপর থেকেই একের পর এক তথ্য আসছে দেশের শীর্ষ ও প্রতিষ্ঠিত ব্যক্তদের নিয়ে। মোটা অংকের অর্থ বা নামি-দামি উপহার প্রদান করে আসছিলেন শুধুমাত্র সঙ্গ পাওয়ার জন্য । এমন তথ্যই উঠে আসে গণমাধ্যমের প্রকাশিত খবরে । পরীমনিকাণ্ডের সেই সূত্র ধরেই সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের নাম উঠে এসেছে। তিনি পরীমনিকে একটি গাড়ি উপহার দিয়েছেন বলেও খবর পাওয়া যায়। সাড়ে ৩ কোটি টাকা দামের মাসেরাতি’ ব্র্যান্ডের এই গাড়িটি পরীমনিকে উপহার দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক৷
প্রতিবেদনটিকে ‘মিথ্যাচার’ বললেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রবিবার মাসরুর একটি পোস্ট করেন এ সংক্রান্ত।
পোস্টে তিনি লিখেন, বাপের জীবনে পরীমণি নামের কাউকে এই পৃথিবীতে দেখেননি
তিনি দাবি করেন, বাপের জীবনে পরীমণি নামের কাউকে এই পৃথিবীতে দেখেননি মাসরুর আরেফিন।
dsdnews24.com এর পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি স্ক্রিনশট আকারে দেখানো হলোঃ



সমাজই যেহেতু আছে বিচারকের ভূমিকায় সুতরাং বাকি বিচার এই সমাজের।