বলিউড সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন বিদ্যা সিনহা মিম

গত ঈদে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সাহা নেটফ্লিক্সের জন্য নির্মিত বলিউড সিনেমা করার জন্য একটা মেইল পান। মেইলটি পাঠিয়েছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজ।
তিনি শুরুতে বিশ্বাস করতে না চাইলেও এটিই সত্যি। কিন্তু ভরদ্বাজের দেওয়া প্রস্তাবে তিনি হ্যাঁ বলেননি। কারন সিনেমার গল্প পছন্দ হয় নি মীমের। এই গল্পে নাকি আমাদের দেশকে নেতিবাচকভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
রবিবার সাংবাদিকদের মিম বলেন, ঈদের আগেই মেইলটি পেয়ে থাকলেও বিস্তারিত জানা ছিল না পরে তিনি জানতে পারেন সিনেমার গল্পটা মূলত রাজনৈতিক গল্প। সেখানে আমাদের দেশের রাজনীতির কথা না জেনেই বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যার জন্য বিনয়ের সাথেই তিনি সিনেমা না করার কথা জানিয়ে দেন তাদের।
তিনি আরো বলেন প্রথমবার বলিউডে সিনেমা করার সুযোগ হাতছাড়া করে তার খারাপ লাগলেও তিনি মনে করছেন সামনে হয়তো আরো ভালো কিছু করার সুযোগ পাবেন।