বিনোদন
বস্তাবন্দি অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হলো অভিনেত্রী শিমুর

১৭ জানুয়ারি সোমবার ঢাকাই সিনেমার অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পিবিআই। তারা কেরাণীগঞ্জ থেকে মৃতদেহ উদ্ধার করেছে। একটা বস্তা থেকে তার মৃতদেহ পাওয়া গেছে।
শিমুকে পাওয়া না যাওয়ায় তার স্বামী তাকে নিখোঁজ মর্মে একটা ডায়েরি করেছিলেন। তিনি ১৬ জানুয়ারি কলাবাগান থানায় ডায়েরিটি করেন।
শিমুর ছোট বোন নিশা জানায়, তার বোন রবিবার থেকেই নিখোঁজ ছিল। তাই তারা থানায় জিডি করেছিলেন। কিন্তু তাদের কাছে পিবিআই ফোন করে ও জানায় শিমুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতের মৃতদেহ রাখা হয়েছে মিটফোর্ড হাসপাতালে। শিমুর বোন শিমুর হত্যাকারীর বিচারের দাবি জানিয়েছেন।