১৫ বাংলাদেশি আটকে আছেন আফগানিস্তান বিমানবন্দরের

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ১৬০ জন আফগানী শিক্ষার্থী বাংলাদেশে ফিরে আসবে বলে জানা গেছে। এই ফ্লাইটটি চট্টগ্রামে নামবে।
আবার এই ফ্লাইটেই আফগানিস্তানে আটকে পড়া ১৫ জন বাংলাদেশিরও দেশে ফেরার কথা আছে। তারা প্রায় ২০ ঘন্টা যাবত বিমানবন্দরে বাইরে আছেন কারন তাদেরকে কর্তৃপক্ষ অনুমতি দেয় নি। এসব তথ্য জানা যায় রাজীব বিন ইসলাম নামের আফগান ওয়্যারলেসের একজন কর্মীর কাছ থেকে। ।
তিনি আরো বলেন, গত মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় তারা বিমানবন্দরের বাইরে আটকে গেছে। তারা বুধবার ২ টা থেকে এখানে আছেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়া মাত্রই তারা বিমানবন্দরে প্রবেশ করবে।
আফগানি নাগরিক ও অন্যান্য দেশের নাগরিকরা দেশ ছাড়া শুরু করেছে তালেবানরা কাবুল দখলের পর। ২৯ জন বাংলাদেশির আটকে পড়েছে এবং ৫ জন ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছে, জানালেন উজবেকিস্তান দূতাবাস।