খেলাধুলা
বাংলাদেশের সাফ স্কোয়াডে স্থান করে নিলেন নাইজেরিয়ান কিংসলে

বাফুফে আসন্ন সাফ ফুটবল টুর্নামেন্টের জন্য ৩৫ সফস্য বিশিষ্ট দল ঘোষণার সময় দলে রেখেছেন একজন নাইজেরিয়ান খেলোয়াড়। যার নাম এলিটা কিংসলে।
তবে তার খেলার ব্যাপারে ফিফা ও এএফসির কাছ থেকে এখনো ছাড়পত্র পাওয়া যায় নি। কিন্তু খুব তাড়াতাড়ি পাওয়া যাবে বলে মনে করছে বাফুফের সাধারণ সম্পাদক। তিনি বলেন এই সপ্তাহের মধ্যেই হয়তো ফিফা ও এএফসির কাছ থেকে ছাড়পত্র পাওয়া যাবে।
জাতীয় দলের কোচ অনেক আগে থেকেই তাকে দলে আনার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন ছাড়পত্র পেলে কিংসলে অনেক ভালো কিছু করতে পারবে ও দলে খেলবে তা নিশ্চিত। শ্রীলঙ্কায় ১-১৬ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা আছে। বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করবে ২০ সেপ্টেম্বর থেকেই।
কিংসলে বাংলাদেশি এক মহিলাকে বিয়ে করে বসুন্ধরা কিংস এর হয়ে খেলেন ও পরে ২০২১ সালে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। তার একটা সন্তানও আছে।